শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় স্বাধীনতা বিরোধী অপশক্তি বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ০১:৪২

কুষ্টিয়ায় স্বাধীনতা বিরোধী অপশক্তি বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ায় স্বাধীনতা বিরোধী অপশক্তি ও উগ্র মৌলবাদের দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগ ও সদর উপজেলা যুবলীগ নেতাকর্মীরা।

শনিবার (২৭ মার্চ) সকালে কুষ্টিয়া মজমপুর গেটে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও যুবলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভে তারা বলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে বাংলাদেশে বিভিন্ন দেশের অতিথিরা এসেছেন। যারা এ দেশকে ভালবাসে না, স্বাধীনতাকে বিশ্বাস করে না তারা আজ মাথা চারা দিয়ে উঠেছেন। তারই ধারাবাহিকতায় বেশ কিছুদিন ধরে তারা চট্টগ্রামসহ বিভিন্ন উপজেলায় সরকারের স্থাপনাসহ হাসপাতাল ভাংচুর করেছে। এর আগে কুষ্টিয়া পৌরসভা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের এন এস রোড প্রদক্ষিণ করেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top