হাকিমপুরে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
দিনাজপুর থেকে | প্রকাশিত: ১ মে ২০২১, ২২:০৯
                                        দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বড় ডাঙ্গাপাড়া গ্রামে নাছরিন নাহার (২১) নামে এক গৃহবধূ নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, আজ শনিবার সকাল ৮টায় নাছরিন কে তার ঘরে বর্গায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে তার স্বামী সুমন হোসেন সুজন দরজা ভেঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নাছরিন কে মৃত ঘোষণা করে।
নাছরিন ও তার শাশুড়ির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো বলে জনায় নিহতের স্বজনরা।
হাকিমপুর থানা অফিসার ইন-চার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
এনএফ৭১/আরএইচ/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।