• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কমলনগরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো মিছিলে হামলা

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২ জুন ২০২১, ২০:০৯

ছবি: নিউজফ্ল্যাশ৭১

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনাতীর রক্ষা বাঁধ প্রকল্প জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের কমিটি (একনেক) সভায় অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে রামগতি কমলনগর বাঁচাও মঞ্চ।

মঙ্গলবার সন্ধ্যায় এ আনন্দ মিছিলে হামলা করে স্থানীয় আ'লীগ কর্মীরা। হামলায় আহত হয়েছেন বাঁচাও মঞ্চের ৫ জন কর্মী।

অভিযোগ উঠে উপজেলা আ'লীগের সভাপতি নুরুল আমিন মাস্টারের নেতৃত্বে এ হামলা চালান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজু ও চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন বাঘা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রধানমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী ও স্থানীয় সাংসদের ছবি সম্বলিত ব্যানারে মিছিল বের করলে আ'লীগ কর্মীরা অতর্কিত হামলা চালায়। আ’লীগ কর্মীরা এ সময় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলে।

মঞ্চের আহবায়ক, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান বলেন, মেঘনার ভাঙন থেকে রামগতি-কমলনগর রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী একনেকে যে প্রকল্প পাস করেছেন, তাতে আমরা আনন্দিত । তার ধারাবাহিকতায় মঞ্চের পক্ষ থেকে আমরা সন্ধ্যায় আনন্দ মিছিল করতে বের হয়েছি।

মিছিলে উপজেলা আ'লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অতিথি ছিলেন। অথচ তারা আমাদের মিছিলে না উপস্থিত হয় উল্টো মিছিলে হামলা করেছে। এ সময় আমাকে রক্ষার জন্য মঞ্চের কর্মীরা চেষ্টা করতে গেলে ৫জন আহত হন। মঞ্চের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সুষ্ঠু তদন্ত চাই৷

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোছলেহ উদ্দিন এ প্রসঙ্গে বলেন, আওয়ামীলীগ কর্মীরা মিছিল করছিল। এ সময় পাশে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের কর্মীরা ব্যানার নিয়ে অপেক্ষা করছে মিছিল করার জন্য।

আ’লীগ কর্মীরা মঞ্চের কর্মীদের মিছিলে আহবান করলে তারা ভিন্ন মিছিল করবে বলে জানায়৷ এরপর ধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখে আ ইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top