মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

নিজ দেশের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের চাঁদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২১, ১৭:৪১

নিজ দেশের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের চাঁদ

নিজ দেশের ক্রিকেটকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন ভারতের ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তার মাধ্যমে ভারতের ক্রিকেট থেকে নিজের নাম মুছে নিয়েছেন চাঁদ।

কিন্তু তার বদলে তিনি এখন খেলবেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে। বিশেষজ্ঞরা এটিকে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলা শুরুর প্রথম পদক্ষেপ হিসেবেই দেখছেন। শনিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে সিলিকন ভ্যালি স্ট্রাইকার্সের হয়ে খেলবেন চাঁদ। যেখানে তার প্রতিপক্ষ সোশ্যাল ল্যাশিংস।

২০১২ সালের যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে নিজ দেশকে চ্যাম্পিয়ন করেছিলেন চাঁদ। তখন থেকেই তার ওপর অন্যরকম প্রত্যাশা ছিল ভারতের ক্রিকেটপ্রেমীদের। কিন্তু দীর্ঘ ৯ বছরেও তা পূরণ করতে পারেননি চাঁদ।

তাই এবার নিজ দেশের ক্রিকেটকে বিদায় জানিয়ে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে। ভারতের ক্রিকেট থেকে নিজের অবসরের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘কেমন অনুভূতি হওয়া উচিত আমি জানি না। কারণ, সত্যি বলতে আমি এখনও বুঝে উঠতে পারছি না। কখনও দেশের প্রতিনিধিত্ব করতে না পারার চিন্তা আক্ষরিক অর্থে কিছু সময়ের জন্য আমার হৃদস্পন্দন বন্ধ করে দিয়েছিল।’

এনএফ৭১/এনজেএ/২০২১

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top