• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


দ্বিতীয় দিন দাপটের সাথে শেষ করল টাইগাররা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২২, ২৩:১৫

দ্বিতীয় দিন দাপটের সাথে শেষ করল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে বে ওভালে প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশর। দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে ব্যাট হাতেও দুর্দান্ত করেছে মুমিনুলবাহিনী। নিজের দ্বিতীয় টেস্টেই অর্ধশতক হাঁকিয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এর আগে ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্তও।

দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করেছে টাইগাররা। মাহমুদুল হাসান জয় ৭০ ও অধিনায়ক মুমিনুল হক ৮ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের চেয়ে আরও ১৫৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে আছে আরো ৮টি উইকেট।

ওপেনার শাদমান ২২ ও শান্ত ৬৪ রানের ইনিংস খেলেন। কিউইদের পক্ষে দুটি উইকেটই শিকার করেছে বাঁহাতি পেসার নিল ওয়াগনার। এর আগে ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। বাংলাদেশি বোলারদের তোপে মাত্র ৭০ রান তুলতে গিয়ে শেষ ৫ উইকেট হারায় কিউইরা। শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ৩টি করে উইকেট দখল করেছেন। মুমিনুল হক শিকার করেছেন ২টি উইকেট।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top