সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ২২:১২

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে গেল মাত্র ১৯০ রানে। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের সামনে এখন ১৯১ রানের লক্ষ্য।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। দলীয় ১৮ রানে রহমানউল্লাহ গুরবাজের বিদায়ের পর থেকে আর স্থায়ী জুটি গড়তে পারেননি কেউ। ওপেনার ইব্রাহিম জাদরান এক প্রান্ত আগলে লড়াই করলেও অন্য প্রান্তে ছিল পতনের মিছিল।
রহমত শাহ চোট পেয়ে মাঠ ছাড়েন রিটায়ার্ড হার্ট হয়ে, যা আফগান ইনিংসকে আরও বিপদে ফেলে। পরে ফিরে এলেও ব্যথার কারণে দীর্ঘ সময় ব্যাট করতে পারেননি তিনি। শেষ ব্যাটার হিসেবে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন তিনি৷
ইব্রাহিম জাদরান খেলেছেন ১৪০ বলের ধৈর্যশীল ইনিংস, যাতে ছিল তিনটি চার ও একটি ছক্কা। তার ৯৫ রানের ইনিংসই আফগানদের ভরসা হয়ে দাঁড়ায়। নবী করেন ৩০ বলে ২২, আর গাজানফর শেষ দিকে ১৮ বলে ২২ রান করে কিছুটা গতি আনেন ইনিংসে। তবে ৪৪.৫ ওভারেই ১৯০ রানে শেষ হয়ে যায় আফগানিস্তানের সংগ্রহ।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ— ১০ ওভারে ৪২ রানে নেন ৩ উইকেট। তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন শিকার করেন ২টি করে উইকেট, আর তানভীর ইসলাম নেন ১ উইকেট।
প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর এই ম্যাচে বাংলাদেশ শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখে খেলা। এখন ব্যাটারদের সামনে সুযোগ, নির্ভার ভঙ্গিতে ১৯১ রানের সহজ লক্ষ্য তাড়া করে সিরিজে ফিরবার।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।