মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


গেল সপ্তাহজুড়ে শেয়ারের মূল্য বৃদ্ধিতে শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২২, ০০:৪৬

গেল সপ্তাহজুড়ে শেয়ারের মূল্য বৃদ্ধিতে শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

দেশের শেয়ারবাজার কিছুটা পতনের মধ্যদিয়ে পার করেছে গেল সপ্তাহে। সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৯৯টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ২৬৮টির। তবে সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়ে শীর্ষ স্থানটি দখল করে রেখেছে সাধারণ বিমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স। এমনকি সপ্তাহের প্রতিটি কার্যদিবসেই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৬০ শতাংশ। টাকার অংকে বেড়েছে ৯ টাকা ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৫ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৬ টাকা।

গেল সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল। গেল সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৭ দশমিক ৩৪ শতাংশ। এর পরের স্থানটিতে রয়েছে বাংলাদেশ ল্যাম্প। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৫ দশমিক ২৯ শতাংশ।

এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা ইয়াকিন পলিমারের ২৩ দশমিক ৭৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১৮ দশমিক ৩২ শতাংশ, বিচ হ্যাচারির ১৫ দশমিক ৪১ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১৪ দশমিক ৯২ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৭৭ শতাংশ, ন্যাশনাল টি’র ১৪ দশমিক শূন্য ৩ শতাংশ এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের ১৩ দশমিক ৮০ শতাংশ দাম বেড়েছে।

এনএফ৭১/এমএ/২০২২

 






পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top