মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

জাতীয় ভ্যাট দিবস আজ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ১২:৩৮

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ভ্যাট দিবস আজ। বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এর আগে ১০ জুলাই জাতীয় ভ্যাট দিবস পালিত হতো।

‘মুজিববর্ষের অঙ্গীকার, ইএফডিতে এনবিআর’- এই স্লোগান নিয়ে এ বছর পালিত হচ্ছে জাতীয় মূল্য সংযোজন কর (ভ্যাট বা মূসক) দিবস।

এ দিবসের পাশাপাশি ১০-১৫ ডিসেম্বর সপ্তাহব্যাপী ভ্যাট সপ্তাহ উদযাপন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এনবিআর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তবে মহামারি করোনার কারণে অনুষ্ঠান থেকে বিরত থাকছে এনবিআর।

জানা গেছে, ভ্যাট দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় এনবিআরের সম্মেলন কক্ষে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমের উপস্থিতিতে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। তাছাড়া, জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কমিশনারেট কর্তৃক উৎপাদন, সেবা ও ব্যবসায়ী পর্যায়ে ৩টি প্রতিষ্ঠানকে ও সম্মাননা প্রদান করা হবে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top