বীরাঙ্গনা চরিত্রে অপর্ণা ঘোষ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০৫:৩৯

বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা। নাটকের গল্প লিখেছেন বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন।
মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনার করুণ কাহিনী নাটকের মূল প্রতিপাদ্য। এ প্রসঙ্গে লেখক টিপু আলম মিলন বলেন, স্বাধীনতার ৫০ বছরে বীরাঙ্গনারা আজও অবহেলিত। সমাজে বসবাসরত কিছু মানুষের তাচ্ছিল্যের তীর বিদ্ধ করে তাদের। অন্তর-দ্বন্দ্বে দগ্ধ এসব বীরাঙ্গনার ত্যাগের কি কোনো মূল্য নেই? তাদেরই একজন বীরাঙ্গনা ময়ূরজান। তার জীবনের গল্প তুলে ধরা হয়েছে নাটকে। হৃদয়স্পর্শী এ কাহিনী দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ১০ টায় বৈশাখী টিভিতে প্রচার হবে নাটকটি। এটি প্রযোজনা করেছে মিড এন্টারপ্রাইজ। অপর্ণা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামানিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: অপর্ণা ঘোষ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।