বাঙালি মায়ের রূপে দেখা যাবে রাণী মুখার্জিকে

নিশি রহমান | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ০৩:৪৮

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাণী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাণী মুখার্জির বলি পাড়াতে অভিষেক হয় ‘গুলাম’ চলচিত্রের মধ্য দিয়ে। তারপর বলিউড বাদশাহ কিং খানের বিপরীতে ‘কুছ কুছ হোতা হে’ তে জুটি বাঁধার পর তার জনপ্রিয়তা ছড়িয়ে পরে সমস্ত বলি পাড়ায়। একাধারে একের পর এক হিট করতে থাকলেন এই অভিনেত্রী। তবে ‘মারদানি’খ্যাত এই তারকাকে এই বার দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন রূপে।

এলোমেলো চুল, হাতে শাখা-পলা, কপালে ছোট্ট টিপ। পরনে সাদা ও লাল সুতোর কাজের তাঁতের শাড়ি। সিঁথিতে সিঁদুর। নরওয়ের রাস্তায় দাঁড়িয়ে আছেন রানী মুখার্জি। ছবিটি প্রকাশে আসতেই প্রশ্ন জাগে দর্শকের মনে। তবে সব প্রশ্নের ইতি টেনে এই অভিনেত্রী জানান এটি তার নতুন মুভির লুক।

তবে বাস্তবে তিনি ঠিকই আছেন। এমন লুকে হাজির হয়েছেন নতুন ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ র শুটিংয়ে। এই ছবিতে রানী মুখার্জি একেবারে বাঙালি সাজে ধরা দিলেন।

রানী মুখার্জির ৪৩তম জন্মদিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ছবির ঘোষণা হয়েছিল। ছবি প্রসঙ্গে কথা বলে গিয়ে সেই সময় রানী জানিয়েছিলেন, এক মায়ের সংঘর্ষের কাহিনি ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবিতে ফুটিয়ে তোলা হবে।  ২০২৩ সালের ৩ মার্চ চলচ্চিত্রটি মুক্তি পাবে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top