মিস ইউনিভার্সের মুকুট জিতলেন শেনিস প্যালাসিওস
শাকিল খান | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ১৭:৩৬
নিকারাগুয়ার শেনিস প্যালাসিওসের মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৩-এর তাজ। প্রথম নিকারাগুয়ান নারী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন এই তরুণী। শেনিস প্যালাসিওসের মাথায় মুকুট পরিয়ে দিয়েছেন মিস ইউনিভার্স ২০২২- মার্কিন যুক্তরাষ্ট্রের আর'বনি গ্যাব্রিয়েল।
মিস ইউনিভার্সে প্রথম রানার আপ হয়েছেন থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন।
এই বছর ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়, ৯০টি দেশ এবং অঞ্চলের প্রতিযোগীরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমেরিকান টেলিভিশন উপস্থাপক মারিয়া মেনুনোস ছাড়াও আমেরিকান টেলিভিশন ব্যক্তিত্ব জেনি মাই এবং মিস ইউনিভার্স ২০১২ অলিভিয়া কুলপো এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন।
‘মিস ইউনিভার্স ২০২৩’ হওয়ার সুবাদে একটি মূল্যবান মুকুট পাচ্ছেন প্যালাসিওস। এছাড়াও থাকছে আর্থিক পুরস্কারসহ বিভিন্ন বাণিজ্যিক চুক্তি। এই আসর থেকে তিনি নগদ ২ লাখ ৫০ হাজার ডলার পুরস্কার পাবেন তিনি। এর বাইরে বিভিন্ন প্রসাধনী, জুয়েলারি ও পোশাক ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতা তো থাকছেই।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।