• ** জাতীয় ** নির্বাচন বানচাল করতে চাইলে পরিণতি ভালো হবে না : প্রধানমন্ত্রী ** ডিসেম্বর থেকে শীত পড়া শুরু হবে: আবহাওয়া অধিদপ্তর ** ১০-১৫ বছর পর বিএনপি-জামায়াতের কোনো চিহ্ন থাকবে না: জয় ** সারাদেশ ** ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে অনিয়ম, ২ প্রিসাইডিং কর্মকর্তা বরখাস্ত ** ২০ ঘণ্টা পর বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু ** সারাবিশ্ব ** ইসরায়েলকে বিদ্যুৎ না দিতে জর্ডানের সিদ্ধান্ত ** খান ইউনিসে ইসরাইলের বোমা হামলায় নিহত ২৬ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** সব খবর পেতে লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী সুমাইয়া শিমু

ফারহানা মির্জা | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩ ১০:০৬

ছবিঃ সংগৃহীত

যমজ সন্তানের মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। গেলো ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।পোস্টে নির্মাতা জানান, আমাদের সুমাইয়া শিমু তার জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায়ে প্রবেশ করেছে।

চয়নিকা চৌধুরী শিমুকে শুভেচ্ছা জানিয়ে আরও লেখেন, ‘তোমাকে অভিনন্দন শিমু। জানি, মা হিসেবে তুমি হবে অনন্য। সোনা-বাবাদের জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা।’

পারিবারিকভাবেই ২০১৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামকে বিয়ে করেন শিমু।সুমাইয়া রহমান শিমুল যিনি সুমাইয়া শিমু নামে পরিচিত। শিমুর টেলিভিশন নাটকে অভিষেক হয় ১৯৯৯ সালে ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে। ধারাবাহিক নাটক ‘স্বপ্নচূড়া’ তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একুশে টিভির ‘ললিতা’ নাটকের নামভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন সুমাইয়া।

অভিনেত্রীর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে: এখানে আতর পাওয়া যায়, বিহাইন্ড দ্যা সিন, ইডিয়ট, মন কাঁদে, মিস্টার অ্যান্ড মিসের সরকার, হ্যালো, আলোর মিছিলে ওরা, আনন্দ, সাদা গোলাপ, শিউলি অথবা রক্তজবার গল্প, লেক ড্রাইভ লেন, হাউস ফুল প্রভৃতি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top