ভিউয়ের পেছনে দৌড় নয়, সমাজ গঠনে সচেতনতা জরুরি — পিয়া জান্নাতুল
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৮:০৫

শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সময়ের ভিউ নির্ভর কনটেন্ট ও নৈতিকতাহীন উপস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এই সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
ভিডিও ক্লিপটি শেয়ার করে পিয়া বলেন, “আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।” তিনি আরও লেখেন, “যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে এটা আপনার দায়িত্ব সমাজকে গঠন করা। নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়। শুধু ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা আপলোড করা দায়িত্বশীলতার পরিচয় হতে পারে না।”
জনপ্রিয় এই অভিনেত্রী মনে করিয়ে দেন, যারা পাবলিক ফিগার হিসেবে কাজ করছেন, তাদের প্রতিটি কথা ও প্রতিক্রিয়া অনুসরণ করে অনেকেই। তাই তাদের আরও সচেতন হওয়া উচিত, কারণ “ভুল বার্তা ছড়ানো কখনোই দায়িত্বশীলতার পরিচয় নয়।”
উপস্থাপকদের দায়িত্ব নিয়ে পিয়া বলেন, “একটি নৈতিক ও সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার পেছনে উপস্থাপকদেরও বড় ভূমিকা রয়েছে। প্রেজেন্টারদের বলব, এটা আপনার ৮০% দায়িত্ব যে আপনি কী প্রশ্ন করছেন। প্রডিউসার বা অন্য কেউ বললেও, আপনারই সচেতন থাকা উচিত। কারণ, মানুষ মনে রাখে আপনি কী বলেছেন, কে বলেছিল তা নয়।”
সাক্ষাৎকারের শেষে তিনি আহ্বান জানান— “চলুন, আমরা সবাই একটু দায়িত্ব নিই, যা তৈরি করছি, তা যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, দূষণ নয়।”
উল্লেখ্য, পিয়া জান্নাতুল ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে ‘চোরাবালি’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন। বর্তমানে তিনি একজন সফল মডেল ও অভিনেত্রীর পাশাপাশি পেশাগতভাবে আইনজীবী হিসেবেও কাজ করছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।