শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

নতুন রূপে ফিরছে 'বাহুবালী থ্রি'

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১৩:১৩

সংগৃহীত

‎ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও সফল ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’ আবারও ফিরছে বড় পর্দায়— তবে ভিন্ন এক রূপে। দশ বছর পূর্তি উপলক্ষে নির্মাতা এস. এস. রাজামৌলি উপহার দিতে চলেছেন সিরিজের দুটি পর্বের একত্রিত ও উন্নত সংস্করণ।

‎প্রযোজক শোবু ইয়ারালাগাড্ডা জানিয়েছেন, এই বিশেষ সংস্করণে একসঙ্গে দেখা যাবে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) এবং ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (২০১৭)— যা প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট দৈর্ঘ্যের একটি ধারাবাহিক সিনেমা হিসেবে প্রদর্শিত হবে।

‎তিনি বলেন, “দুই ছবিকে একসঙ্গে দেখা যাবে, কিন্তু গল্পের প্রবাহ ও আবেগ ঠিক আগের মতোই থাকবে।”

‎বিশেষ চমক হিসেবে যুক্ত হচ্ছে কিছু নতুন দৃশ্য, যেগুলো মূল ছবির সম্পাদনার সময় বাদ দেওয়া হয়েছিল। জানা গেছে, রাজামৌলি শুটিংয়ের সময় প্রায় ১১ ঘণ্টার ফুটেজ ধারণ করেছিলেন, যার একটি বড় অংশ এডিটিং টেবিলে কেটে বাদ দেওয়া হয়। সেই অদেখা মুহূর্তগুলোর কিছু এবার যুক্ত হচ্ছে নতুন সংস্করণে।

‎তবে এই সংস্করণকে ‘বাহুবলী থ্রি’ বলা হচ্ছে না। প্রযোজকের ভাষায়, “এটা তৃতীয় পর্ব নয়, বরং বাহুবলীর জগতকে নতুন করে উপস্থাপনের শুরু। ভবিষ্যতে এই গল্প আরও এগোতে পারে।”

‎প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম পর্বটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে, আর ২০১৭ সালের সিক্যুয়েলটি বিশ্বব্যাপী ১,৮০০ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়ে তোলে। এই ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগগুবাতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রম্যা কৃষ্ণন, সত্যরাজ এবং নাসির।

‎নতুন সংস্করণটি ভারতের প্রেক্ষাগৃহে ৩১ অক্টোবর ২০২৫ মুক্তি পাচ্ছে। এরই মধ্যে নেটফ্লিক্স থেকে আগের দুই পর্ব সরিয়ে ফেলা হয়েছে, যেন দর্শকরা আবারও সিনেমা হলে গিয়ে এই মহাকাব্যিক অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।

‎দর্শকদের প্রত্যাশা, রাজামৌলির বাহুবলী আবারও ফিরিয়ে নিয়ে যাবে সেই জাদুকরী জগতে— যেখানে প্রশ্ন এখনো রয়ে গেছে ঐতিহাসিক:

‎“কাটাপ্পা বাহুবলীকে কেন মারল?”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top