ছেলের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন অপু বিশ্বাস
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১৩:৫৩

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন শনিবার (১১ অক্টোবর) পরিণত হয় এক আবেগঘন ও আনন্দময় উৎসবে। দিনটির প্রথম প্রহরেই নিজের একমাত্র ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে জন্মদিন উদ্যাপন করেন এই চিত্রনায়িকা।
শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে সেই বিশেষ মুহূর্তের একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অপু। ভিডিওতে দেখা যায়, বেগুনি রঙের একটি আকর্ষণীয় কেকের সামনে মা-ছেলে বসে আছেন। কেক কাটার ঠিক আগে ছোট্ট জয় মিষ্টি কণ্ঠে বলে ওঠে, “মম... হ্যাপি বার্থডে!” ছেলের মুখে এমন শুভেচ্ছায় অপু বিশ্বাসের মুখে ফুটে ওঠে উজ্জ্বল হাসি।
এরপর জয়কে কোলে তুলে আদর করে কেক কাটেন অপু। কেকের মোমবাতি নিভানোর সময় ঘটে এক মজার ঘটনা— জয় বারবার ফুঁ দিলেও মোমবাতির আগুন নিভছিল না। অবশেষে অপু নিজেই এক ফুঁয়ে মোমবাতি নিভিয়ে দিয়ে বলেন, “চলো এবার কেক কাটি!” তারপর মা-ছেলে মিলে কেক কাটেন এবং একে অপরকে খাইয়ে দেন।
ভিডিওটি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভক্তদের পাশাপাশি অনেক সহকর্মীও শুভেচ্ছা জানান অপুকে। অনেকে মন্তব্য করেন, “জয়ের হাসিই ছিল অপুর জন্মদিনের সবচেয়ে বড় উপহার।”
অপু বিশ্বাসের জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর, বগুড়া জেলার কাটনারপাড়া এলাকায়। প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং আজও সমান জনপ্রিয়।
ব্যক্তিগত জীবনেও সবসময় ছিলেন আলোচনায়। ২০০৮ সালের ১৮ এপ্রিল চিত্রনায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু। ২০১৬ সালে আব্রামের জন্ম হলেও ২০১৭ সালে অপু প্রথমবারের মতো সেই খবর প্রকাশ্যে আনেন। এরপর ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদ ঘটে।
তবে মাঝে মাঝে ছেলে জয়কে নিয়ে শাকিব-অপুর একসঙ্গে দেখা মেলে, বিশেষ করে বিদেশ সফরে, যা এখনো তাদের নিয়ে নানা আলোচনার জন্ম দেয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।