রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

কারিনার সৌন্দর্যের গোপন রহস্য

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৪:৩৬

সংগৃহীত

দুবাইয়ে অনুষ্ঠিত ফেবল অ্যান্ড মেন-এর এক্সক্লুসিভ ইভেন্টে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও প্রমাণ করলেন কেন তিনি রুচিশীলতা ও স্টাইলের চিরন্তন প্রতীক। হেয়ারকেয়ার ব্র্যান্ডটির প্রথম গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে উপস্থিত হয়ে আলো ছড়ান তিনি, আর তার সৌন্দর্যচর্চা, হেয়ার রুটিন ও ভারতীয় ঐতিহ্যের প্রতি ভালোবাসা নিয়ে কথা বলেন এমিরেটস ওম্যান-এর সঙ্গে।

‎কারিনা বলেন, “ফেবল অ্যান্ড মেন-এর সঙ্গে আমার সংযোগ একেবারে স্বাভাবিক, কারণ আমাদের দুজনের মধ্যেই ভারতীয় ঐতিহ্যের প্রতি ভালোবাসা রয়েছে। এখন ভারত বিশ্বের দিকে এগোচ্ছে, আর সেই সঙ্গে আমরা আমাদের সংস্কৃতিকেও বিশ্বের সামনে তুলে ধরছি—এই দৃষ্টিভঙ্গিই আমাকে এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করেছে।”

‎নিজের প্রিয় হেয়ার প্রোডাক্ট সম্পর্কে কারিনা জানান, তিনি নিয়মিত ব্যবহার করেন ‘মহা মেন হেয়ার অয়েল’। এটি একধরনের পোস্ট-ওয়াশ হেয়ার অয়েল, যা সব সময় তার সঙ্গে থাকে। তার মতে, “অভিনয়ের কারণে চুল প্রতিনিয়ত আলো, রোদ ও নানা পণ্যের সংস্পর্শে আসে। তাই নিয়মিত তেল ম্যাসাজ আর উপযুক্ত হেয়ার অয়েল ব্যবহার অত্যন্ত জরুরি।”

‎ফেবল অ্যান্ড মেন-এর ‘হোলি রুটস হেয়ার অয়েল’ তার অন্যতম প্রিয়, বিশেষ করে রোদে কাজের সময় এটি তার চুলকে সুরক্ষা দেয় বলে জানান এই অভিনেত্রী।

‎সৌন্দর্যচর্চায় সরলতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন কারিনা। তার কথায়, “আমি কখনো মেকআপ তুলে না রেখে ঘুমাই না, এমনকি ভোর ৪টাতেও না।” স্কিন কেয়ার আর মেকআপ—কোনটা বেশি প্রিয় জানতে চাইলে হেসে বলেন, “দুটোই, কারণ তারা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”

‎এই মুহূর্তে কারিনা ব্যস্ত মেঘনা গুলজার পরিচালিত নতুন ছবি ‘দায়রা’র শুটিংয়ে, যেখানে তার বিপরীতে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রিথ্বিরাজ সুকুমারন। কাজ, পরিবার এবং নিজের যত্নের মধ্যে ভারসাম্য রেখে আজও তিনি বলিউডের অন্যতম ফ্যাশন ও সৌন্দর্যের আইকন।

‎কারিনার কথায়, “স্টাইল মানে শুধু বাহ্যিকতা নয়, এটি এক জীবনদর্শন।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top