রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

অমিতাভ বচ্চনের জন্মদিনে চল্লিশা পাঠ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৫:১৭

সংগৃহীত

বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিনে (১১ অক্টোবর) কলকাতায় অনুষ্ঠিত হলো অভিনব আয়োজন। ‘অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব’-এর উদ্যোগে দিনটি ঘিরে আয়োজন করা হয় ‘অমিতাভ চল্লিশা পাঠ’। পাতায় পাতায় শুধু অমিতাভ বন্দনা—এই ব্যতিক্রমী পাঠের মাধ্যমে ভক্তরা শ্রদ্ধা জানান তাদের প্রিয় তারকাকে।

‎ফ্যান ক্লাবের সম্পাদক সঞ্জয় পাতোদিয়ার নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল ধূপধুনো, ফুল, প্রদীপ, প্রসাদসহ পূজার আয়োজন। অমিতাভের প্রতি শুধুমাত্র সিনেমা তারকার মতো নয়, একধরনের আধ্যাত্মিক ভক্তির ভাব থেকেই এই আয়োজন প্রতি বছরই করেন তারা।

‎সঞ্জয় পাতোদিয়া জানান, অমিতাভ বচ্চনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও রয়েছে, তবে এই আয়োজন একান্তই ভালোবাসা থেকে। তিনি বলেন, "অমিতাভ শুধু একজন অভিনেতা নন, তিনি আমাদের জীবনের প্রেরণা। তাঁর জন্মদিন মানেই আমাদের কাছে উৎসব।"

‎এ বছর জন্মদিনের অংশ হিসেবে ক্লাবের পক্ষ থেকে ৮৩ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়, যা এই আয়োজনে যুক্ত করেছে মানবিকতার এক অনন্য মাত্রা।

‎শুধু কলকাতা নয়, ভারতের বিভিন্ন রাজ্যেও প্রতিবছর অমিতাভের জন্মদিনে ভক্তদের পক্ষ থেকে কেক কাটা, প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনার আয়োজন করা হয়। পর্দার এই মহাতারকার প্রতি এমন নিখাদ ভালোবাসা এখন বলিউড সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top