রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

তানজীব সারোয়ার বিয়ে করলেন সেনা কর্মকর্তাকে

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৫:৪৭

সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কনে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা সাবা সানজিদা রহমান। সাবার বাড়ি ঢাকার ওয়ারী এলাকায়, আর নানাবাড়ি সিলেটে।

‎গতকাল, ১১ অক্টোবর (শুক্রবার), ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় একটি ঘরোয়া আয়োজনে তাঁদের আংটি বদলের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পরিবার-পরিজনদের উপস্থিতিতে ছোট পরিসরের এ অনুষ্ঠানটি হয়।

‎তানজীব সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, আমাদের আংটি বদল হয়েছে গতকাল। ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় ছোট পরিসরে পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান করা হয়।সবাইকে জানানো হয়নি, বিয়ের সময় জানাব।”

‎তিনি জানান, এখনো বিয়ের নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। কনের দিক থেকে আনুষ্ঠানিক অনুমোদনের প্রক্রিয়া চলছে।কনে সম্পর্কে তানজীব বলেন, “আমাদের সম্পর্কটা বেশ আলাদা। ও সেনাবাহিনীর কর্মকর্তা, আমি গায়ক—এ ধরনের মেলবন্ধন খুব বেশি দেখা যায় না। সাবা লং কোর্স করে এখন লেফটেন্যান্ট পদে আছেন।”

‎তানজীব জানান, অ্যারেঞ্জ ম্যারেজের আগেই সাবার সঙ্গে তাঁর পরিচয় ছিল। “ওর সঙ্গে মাঝে মাঝে কথা হতো। একসময় জানলাম সে এমআইএসটিতে পড়ে। পরে জানলাম, সে সেনাবাহিনীতে রয়েছে। তখন বেশ অবাক হয়েছিলাম। এখন সবকিছুই অন্য রকম লাগছে।”

‎উল্লেখ্য, তানজীব সারোয়ার ২০১১ সালে সংগীতজগতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন। সেই বছরই প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম। এরপর থেকে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top