টেইলর সুইফট ঝড়: ভেঙে গেল অ্যাডেলের এক দশকের বিশ্বরেকর্ড!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৫:৪৮

আবারও সত্য হলো পূর্বাভাস! যুক্তরাষ্ট্রের পপ সেনসেশন টেইলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মুক্তির পরপরই সংগীত জগতে নতুন ইতিহাস তৈরি করেছে। গত এক দশক ধরে অক্ষত ছিল অ্যাডেলের ‘২৫’ অ্যালবামের রেকর্ড। এবার সেই মাইলফলকও টপকে গেলেন সুইফট!
বিলবোর্ড জানিয়েছে, মুক্তির প্রথম মাত্র পাঁচ দিনেই বিক্রি ও স্ট্রিমিং মিলিয়ে অ্যালবামটির বিক্রি ছাড়িয়েছে ৩ দশমিক ৫ মিলিয়ন কপি ইউনিট! গত বছর শেষ হওয়া ঐতিহাসিক ‘ইরাস ট্যুর’ আর এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বাগদান—জীবনের সেই ‘আনন্দময় উদ্দীপনা’ই গানে ছড়িয়ে পড়েছে, বলেছেন সুইফট।
শুধু ফিজিক্যাল বিক্রি নয়, স্পটিফাইসহ সব বড় প্ল্যাটফর্মে এটি চলতি বছরের সর্বোচ্চ স্ট্রিমড অ্যালবাম। সুইফট রাজত্ব করছেন সবখানেই। সুইডিশ হিটমেকার ম্যাক্স মার্টিন ও শেলব্যাকের সঙ্গে আবারও এক হয়েছেন সুইফট, নিয়ে এসেছেন ঝলমলে ‘শোগার্ল’ থিম আর আকর্ষণীয় ‘পোর্তোফিনো অরেঞ্জ’ রং।
অ্যালবামকে ঘিরে নির্মিত সিনেমাও বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির তিন দিনেই এর আয় ৪৬ মিলিয়ন ডলার। যদিও সমালোচকদের কাছ থেকে এসেছে মিশ্র প্রতিক্রিয়া, কিন্তু সুইফট শান্ত কণ্ঠে যেকোনো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়েছেন। বিশ্লেষকদের অনুমান, বিশেষ সংস্করণ ও প্রি-অর্ডার কৌশলের কারণে চলতি সপ্তাহ শেষেই অ্যালবামটির বিক্রি চার মিলিয়ন কপি ছাড়িয়ে যেতে পারে!
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।