রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব- সারজিসকে ঘুমের ওষুধ দিলেন প্রিন্স মাহমুদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৬:৪১

সংগৃহীত

পঞ্চগড়ের এক জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে চরম ক্ষিপ্ত হন তিনি। ক্ষিপ্ত সারজিস আলম বলেন, এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।

এমন বক্তব্যের পরই এই বিষয়ে মুখ খুললেন দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। তিনি সারজিসকে দিলেন এক অবাক করা পরামর্শ। প্রিন্স মাহমুদ বলেন, স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। তোমার মধ্যে অস্থিরতা ও আবেগজনিত জটিলতা দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে।

মানসিক চাপ ও উদ্বেগের কারণে সৃষ্ট এই অস্থিরতা দূর করতে তিনি সরাসরি দুটি ঘুমের ওষুধের নাম উল্লেখ করেন: রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল, যা ডাক্তারের পরামর্শমতো খাওয়ার পরামর্শ দেন তিনি।

রাজনৈতিক নেতার উত্তপ্ত মন্তব্যের জবাবে এক তারকার এই ব্যতিক্রমী চিকিৎসা-পরামর্শ এখন আলোচনার কেন্দ্রে। তীব্র ক্রোধের মুখে ঘুমের ওষুধের পরামর্শ!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top