রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

নাট্যজগতের অমর নক্ষত্র 'ইনামুল হক' এর প্রয়াণ দিবস আজ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৭:৪৫

সংগৃহীত

আজ ১২ অক্টোবর, বাংলাদেশের নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত অভিনেতা, নাট্যকার, লেখক ও শিক্ষাবিদ ইনামুল হক-এর মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের এই দিনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন, রেখে যান অগণিত ভক্ত ও সংস্কৃতি অনুরাগীদের শোকাহত হৃদয়।

‎ইনামুল হক দীর্ঘদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর রসায়ন বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাক্ষেত্রে তার অসামান্য অবদানের পাশাপাশি নাট্যজগতেও তার অবদান অনস্বীকার্য। ২০১২ সালে তিনি একুশে পদকে ভূষিত হন, যা ছিল নাট্যকলায় তার অবদানের স্বীকৃতি।

‎তিনি ছিলেন দেশের অন্যতম নাট্যসংগঠন ‘নাগরিক নাট্য সম্প্রদায়’-এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং পরে প্রতিষ্ঠা করেন ‘নাগরিক নাট্যাঙ্গন’। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই তার অভিনয়ের মুন্সিয়ানা ছড়িয়ে পড়েছে। তার অভিনীত জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রের মধ্যে রয়েছে দেওয়ান গাজীর কিসসা, নূরুল দীনের সারা জীবন, এইসব দিনরাত্রি, আয়োময়, আমার বন্ধু রাশেদ ও বৃহন্নলা।

‎এছাড়াও তিনি টেলিভিশনের জন্য প্রায় ৬০টির বেশি নাটক রচনা করেন। তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে: সেইসব দিনগুলি, নির্জন সৈকতে ও কে বা আপন কে বা পর।

‎ইনামুল হকের চলে যাওয়া বাংলা নাট্যজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই দিনে তাকে স্মরণ করে তার কর্ম ও সৃষ্টিকে সম্মান জানায় সমগ্র সাংস্কৃতিক মহল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top