ফিল্মফেয়ারে আলিয়ার বাজিমাত
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৮:০৭

মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এবারের আসরে দর্শক ও সমালোচকদের নজর কাড়ল দুইটি দিক—একদিকে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ ছবির দুর্দান্ত সাফল্য, অন্যদিকে আলিয়া ভাটের রেকর্ড গড়া জয়।
‘লাপাতা লেডিজ’ মোট ১৩টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে, যা এই বছরের সবচেয়ে বেশি। ছবিটির কনসেপ্ট, চিত্রনাট্য ও পরিচালনার জন্য ভূয়সী প্রশংসা পেলেও অভিনয়ের বিভাগে কেউই পুরস্কার পাননি, যা বিস্ময়ের জন্ম দিয়েছে বলিউড মহলে।
অন্যদিকে, ‘জিগরা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন আলিয়া ভাট। এটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রী হিসেবে। এর মাধ্যমে তিনি ছাপিয়ে গিয়েছেন দুই বলিউড কিংবদন্তি নায়িকা কাজল ও নূতনকে, যাঁদের ঝুলিতে ছিল পাঁচটি করে সেরা অভিনেত্রীর পুরস্কার।
আলিয়ার এই জয় টানা তৃতীয়বারের মতো। এর আগে তিনি ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গালি বয়’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। একসময় এই রেকর্ড ছিল মীনা কুমারীর দখলে, যিনি ১৯৬৬ সালে ‘কাজল’ ছবির জন্য চতুর্থবার জয়ী হন।
তবে আলিয়ার জয়ের পেছনে কিছু বিতর্কও রয়েছে। ‘জিগরা’ ছবিটি সমালোচকদের কাছে প্রশংসিত হলেও বক্স অফিসে খুব একটা সফল হয়নি। ৮০ কোটি টাকা বাজেটের ছবিটি আয় করেছে মাত্র ৫৫ কোটি।
অন্যদিকে, অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ানও তুলে নিয়েছেন বড় বড় ট্রফি, তবে তাদের পুরস্কারের বিষয়ে বিস্তারিত এখনো প্রকাশ পায়নি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।