‎পারফিউম উপহার হিসেবে পেতে ভালোবাসেন সাবিলা নূর

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৩:৪৩

সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে সফলতার পর এবার বড় পর্দাতেও নিজের জায়গা পোক্ত করেছেন এই গুণী অভিনেত্রী। যদিও বর্তমানে নতুন কোনো নাটক বা চলচ্চিত্রে সরাসরি ব্যস্ত নন, তবে বিভিন্ন ব্র্যান্ডের অনুষ্ঠানে নিয়মিত দেখা মিলছে তার।

‎সম্প্রতি এক সুগন্ধি বা পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে একটি আয়োজনে অংশ নেন সাবিলা নূর। সেখানে তার সঙ্গে ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, যিনি একই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন।

‎আয়োজনটিতে পারফিউম ও ব্যক্তিগত পছন্দ-অভিজ্ঞতা নিয়ে কথা বলেন দুই তারকা। সাবিলা নূর জানান, তিনি পারফিউম খুবই পছন্দ করেন এবং তার প্রিয় সুগন্ধ সাধারণত ফ্রেশ ধরনের, যেমন—ওশান বা গাছ-পাতার ঘ্রাণ।

‎তিনি বলেন, "এই ধরনের সুগন্ধ আমার খুব ভালো লাগে। আমি মনে করি, পারফিউম লেয়ারিং অভিজ্ঞতাকে আরও পরিপূর্ণ করে তোলে।"

‎পারফিউম উপহার হিসেবে পেতে ভালোবাসেন বলেও জানান সাবিলা। "আমার যেসব বন্ধু বা পরিচিতজন আমাকে ভালো চেনেন, তারা প্রায়ই পারফিউম উপহার দেন। আমি এটা খুব উপভোগ করি।"

‎তার মতে, পারফিউম কেবল একটি সুগন্ধ নয়, বরং এটি একজন মানুষের ব্যক্তিত্বেরও প্রতিফলন। সাবিলার ভাষায়, "একটি পারফিউম কেবল যে দিচ্ছে তার নয়, যে নিচ্ছে তারও পার্সোনালিটির একটি রিফ্লেকশন প্রকাশ করে।" 

‎অন্যদিকে, তাসনিয়া ফারিণও তার পারফিউম নিয়ে অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তিনিও সুগন্ধির প্রতি নিজের ভালোবাসার কথা জানান এবং পারফিউম নির্বাচনে ব্যক্তিত্বের মিল থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

‎‎দুই অভিনেত্রীর উপস্থিতি ও মতামত আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে, যা দর্শক-ভক্তদের কাছে এই ব্র্যান্ডের গুরুত্ব ও আবেদন বাড়িয়ে তোলে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top