তবে কি তৃতীয় বিয়ে করলেন তনি?
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৫:০৯

সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং দেশের আলোচিত নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি ফের আলোচনায়। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে এবার তৃতীয়বারের মতো বিয়ে করেছেন তিনি—এমন গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় তুমুলভাবে ছড়িয়ে পড়েছে।
তনির দ্বিতীয় স্বামী ছিলেন শাহাদাত হোসাইন। সেই বিয়ের পর ব্যাপক আলোচনায় আসেন তিনি। তবে চলতি বছরের ১৫ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শাহাদাত। এরপর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে একাকী জীবন কাটাচ্ছিলেন তনি। নিজেও জানিয়েছিলেন, আর বিয়ে করবেন না।
তবে হঠাৎ করেই দৃশ্যপটে আবির্ভাব ঘটে লন্ডনপ্রবাসী এক ব্যবসায়ী মো. সিদ্দিকের। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে খোশমেজাজে দেখা গেছে তনি ও সিদ্দিককে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি এবং পোস্ট ঘিরে গুঞ্জন আরও জোরালো হয়েছে—তৃতীয়বার বিয়ে করেছেন তনি।
মো. সিদ্দিক নিজের জন্মদিনে তনির সঙ্গে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন:
"আরো একটি বছর বয়সী, কিন্তু এখনও হৃদয়ে তরুণ। আমার জন্মদিনকে অতিরিক্ত বিশেষ করে তোলার জন্য আমার চমৎকার স্ত্রীকে ধন্যবাদ..!! তোমাকে অনেক ভালোবাসি!"
এই পোস্টে ‘স্ত্রী’ শব্দ ব্যবহার করায় গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লাগে।
তনি অবশ্য সরাসরি কিছু বলেননি। তবে সিদ্দিকের জন্মদিনের ছবি পোস্টে করে তনি লিখেছেন:
"শুভ জন্মদিন। তোমার মত বিশেষ কাউকে উদযাপন করার জন্য বছরে একটি দিন যথেষ্ট নয়।"
এই মন্তব্যেও ঘনিষ্ঠতার ইঙ্গিত স্পষ্ট।
এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা না এলেও সোশ্যাল মিডিয়ায় অনেকেই ধরে নিয়েছেন, তনির তৃতীয় বিয়ের বিষয়টি গোপন থাকলেও বাস্তব। তবে এই বিষয়ে তনির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।