আমাকে নিয়ে নিউজ করুন, আইডিতে ফলোয়ার বাড়ে- তনি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৯

দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি সম্প্রতি ফের বিয়ে করেছেন। তাঁর স্বামীর নাম মো. সিদ্দিক। বিয়ের পর থেকেই দুজনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
বিষয়টি নিয়ে সোমবার (১৪ অক্টোবর) রাতে নিজের অবস্থান পরিষ্কার করে ফেসবুকে তনি লিখেছেন “না জেনে না বুঝে বাচ্চাদের যারা সব কিছুতে ইনভলভ করেন এটা কিন্তু খুব খারাপ! আমাকে নিয়ে বেশি বেশি পোস্ট দেন, নিউজ করেন অসুবিধা নেই, আমার আইডিতে ফলোয়ার্স বাড়ে।”
অন্যদিকে, স্বামী সিদ্দিকও নিজের ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে অনুরোধ জানিয়েছেন সবাইকে সচেতন থাকার জন্য। তিনি লিখেছেন “গতকাল আমি একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেছি যে তনি এখন আমার স্ত্রী..! এবং তারপর থেকে, আমি দেখেছি যে আমাদের বিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বড় বিষয় হয়ে উঠেছে। অনেকেই আমার প্রাক্তন স্ত্রী এবং আমার বাচ্চাদের কথা তুলে ধরছেন, যারা নাবালক এবং তাদের কখনই কোনও সোশ্যাল মিডিয়া আলোচনা বা ট্রোলিংয়ের অংশ হওয়া উচিত নয়।
২০১৯ সাল থেকে ৬ বছর হয়ে গেছে যখন আমার জীবন বদলে গেছে এবং আমার বিবাহবিচ্ছেদ হয়েছে। আমার প্রাক্তন স্ত্রী অনেক আগেই চলে গেছেন এবং নিজের জীবনযাপন করছেন। আমার সন্তানরা সম্পূর্ণ নির্দোষ এবং তাদের গোপনীয়তা ও শান্তি প্রাপ্য।
দয়া করে বুঝুন, আমি এবং আমার স্ত্রী তনি দুজনেই প্রাপ্তবয়স্ক, এবং আমাদের একসাথে একটি নতুন অধ্যায় শুরু করার সম্পূর্ণ অধিকার আছে। তনি নিজে একজন বিধবা, এবং আমরা কোনও আইন ভঙ্গ করিনি বা কাউকে অসম্মান করিনি। আমরা কেবল ভালোবাসা বেছে নিয়েছি, এবং এটি এমন কিছু যা আমরা আশা করি অন্যরা সম্মান করবে।”
বিয়ের পর থেকে তনি ও সিদ্দিক দুজনেরই ছবি ও পোস্ট ভাইরাল হচ্ছে। তবে তাঁরা দুজনেই অনুরোধ করেছেন ব্যক্তিগত জীবনের বাইরে গিয়ে অপ্রাপ্তবয়স্ক সন্তানদের বিষয়ে কোনো আলোচনা না করতে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।