ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের অনুভূতি

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৫৭

সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। গত মাসের শেষদিকে এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই চলচ্চিত্র অঙ্গনসহ দেশজুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও দুঃখের ছায়া।

‎জনপ্রিয় অভিনেত্রী শাবনূর সামাজিকমাধ্যমে তার অনুভূতি প্রকাশ করে লিখেছেন, “বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের তরে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।”

‎তিনি আরও লেখেন, “চলচ্চিত্রের পাশাপাশি সমাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত এই গুণী মানুষটি দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন চালিয়ে আসছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের সবার প্রার্থনা ও ভালোবাসায় তিনি এই কঠিন সময় পার করে ইনশাআল্লাহ ফিরে আসবেন।”

‎ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই আয়োজনে অংশ নেন ঢালিউড মেগাস্টার শাকিব খান, খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ ইন্ডাস্ট্রির অনেক তারকা।

‎জানা গেছে, দেশে প্রথম টিউমারের অস্তিত্ব ধরা পড়ার পর পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে তার চিকিৎসা শুরু হয়। প্রায় তিন মাস ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর, ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রখ্যাত নিউরোসার্জন প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়।

‎চিকিৎসকদের মতে, পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। তবে জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকি অংশ ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top