তবে কি প্রাক্তন স্বামীর ঘরে ফিরছেন মাহিয়া মাহি?
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:২৯

চিত্রনায়িকা মাহিয়া মাহি ও রাজনীতিবিদ রাকিব সরকারের সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন ছড়িয়েছে। প্রায় দেড় বছর আগে মাহি নিজেই স্বামী রাকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছিলেন। এরপর আর কখনো প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি এই দম্পতিকে।
তবে হঠাৎ করেই নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি স্থিরচিত্র প্রকাশ করেছেন মাহি। ক্যাপশনে দিয়েছেন ভালোবাসার ইমোজি এবং লিখেছেন, "মাশাআল্লাহ"। এই পোস্টের ঠিক এক ঘণ্টা আগে একই ছবি শেয়ার করেন রাকিব সরকারও।
মাহি ও রাকিবের কাছাকাছি সময়ে এমন পোস্টে রহস্য ঘনিয়ে উঠেছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তারা আবারও এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও কেউ কেউ বলছেন, তারা কখনোই আলাদা হননি—শুধু সম্পর্কের কিছুটা টানাপড়েন হয়েছিল।
ছবির কমেন্ট সেকশনে নেটিজেনরা দিচ্ছেন নানা প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “আবার সব আগের মতো হয়ে যাক।” কেউ আবার আনন্দ প্রকাশ করে দোয়া জানিয়েছেন এই পরিবারটির জন্য।
এই ঘটনাটি এমন সময় সামনে এলো যখন মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অন্যদিকে রাকিব সরকারের অবস্থান এখনও নিশ্চিত নয়।
তবে মাহি বা রাকিব—কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। এখন দেখার বিষয়, সামনে তারা কী সিদ্ধান্ত জানাবেন ভক্ত-অনুরাগীদের।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।