‎‘কেয়ামত থেকে কেয়ামত’ নিয়ে নোবেল বলেন: আমি করিনি, বেঁচে গেছি

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ২২:২০

সংগৃহীত

বাংলাদেশের ফ্যাশন ও মডেলিং অঙ্গনের এক উজ্জ্বল নাম আদিল হোসেন নোবেল। নব্বই দশকে টেলিভিশন ও মডেলিং জগতে সাফল্যের শীর্ষে পৌঁছালেও, অভিনয়ে দেখা গেছে তুলনামূলকভাবে সীমিতভাবে। তবে সম্প্রতি এক পডকাস্টে চমকপ্রদ এক তথ্য জানিয়ে আলোচনায় আসেন এই গুণী শিল্পী।

‎ওই পডকাস্টে নোবেল অকপটে বলেন, ১৯৯৩ সালে মুক্তি পাওয়া কালজয়ী রোমান্টিক চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ প্রথমে তার অভিনয় করার কথা ছিল। তবে শেষমেশ সেই সুযোগ পান তৎকালীন নবাগত সালমান শাহ। আর বাকিটা ইতিহাস।

‎‎পডকাস্টে উপস্থাপক যখন প্রশ্ন করেন— “আপনারই করবার কথা ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’। সালমান শাহ সফল হওয়ার পর আফসোস হয়েছিল?”— তখন নোবেল বিনয়ের সঙ্গে উত্তর দেন,

‎‎“আমার উল্টাটা লেগেছে। যখন ইমন (সালমান শাহ) করলো, ছবিটা এত সুন্দর, আমি তো হলে গিয়ে দেখলাম। আমার কাছে এত সুন্দর লেগেছে, মনে হয়েছে, ‘মাই গড! আমি করিনি, বেঁচে গেছি ভাই। আমারটা কোনোদিন এত সুন্দর হতো না।’”

‎নোবেল আরও বলেন,

‎‎“ইমন, মৌসুমী— ওরা এত সুন্দর করে করেছে। ফার্স্ট অফ অল, কাজটা এত ভালো লেগেছিল। আমি করলে এই মুভিটা নষ্ট হয়ে যেত, আমার কাছে এটা মনে হয়েছে।”

‎এই প্রসঙ্গে উপস্থাপক উল্লেখ করেন, নায়িকা মৌসুমী এখনও আক্ষেপ করে বলেন যে, তার নোবেলের সঙ্গে কখনও কাজ করা হয়নি। উত্তরে নোবেল হেসে বলেন,

‎‎“সে এখনও আক্ষেপ করে বলে। বললাম, ‘মৌসুমী, ইটস টু লেইট। ইনশাআল্লাহ পরের বার, পরের জনমে যদি তুমি থাকো, আমি আসি।’”

‎উল্লেখ্য, ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে সালমান শাহ ও মৌসুমীর। সিনেমাটি তখন তুমুল জনপ্রিয়তা পায় এবং আজও তা কালজয়ী হিসেবে বিবেচিত। সালমান শাহ আজ না থাকলেও, তার কাজ আজও অনুপ্রেরণা হয়ে আছে তরুণ প্রজন্মের কাছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top