বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

পুত্র আরিয়ানের পরিচালনায় শাহরুখ খান

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৩:০৮

সংগৃহীত

বাবা-ছেলের সম্পর্ক শুধু পারিবারিক সীমায় আবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে পেশাদার জগতে। বলিউডের কিং খান শাহরুখ খান এবং তার ছেলে আরিয়ান খান সম্প্রতি এই কথাটিকেই বাস্তব রূপ দিয়েছেন।

‎নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আরিয়ান খানের পরিচালিত নতুন সিরিজ ‘দ্য ব্যান্ডস অফ বলিউড’ ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য লালওয়ানি, মোনা সিং এবং মনোজ পাহওয়ার মতো জনপ্রিয় শিল্পীরা। তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক ছিল – এই সিরিজে নিজ পিতা শাহরুখ খানকে পরিচালনা করেছেন আরিয়ান খান।

‎সম্প্রতি শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছে ‘দ্য ব্যান্ডস অফ বলিউড’- এর শুটিংয়ের দুটি বিশেষ মুহূর্তের ছবি। ছবিগুলোতে দেখা যায়, পরিচালক আরিয়ান খান গম্ভীর ভঙ্গিতে শাহরুখ খানকে একটি দৃশ্য ব্যাখ্যা করছেন, যেন শিল্পীর সামনে স্পষ্টভাবে ফুটিয়ে তুলছেন পরিচালকের কল্পনার দৃশ্যপট।

‎ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের ভালোবাসায় ভেসে গেছেন বাবা-ছেলে। এক ব্যবহারকারী মন্তব্য করেন, "এই দুজন হিট জুটি!" আরেকজন লেখেন, "মনে হচ্ছে ছায়া, সিম্বা আর মুসাফা একসঙ্গে।" কেউ আবার মজা করে বলেন, "কেউ শাহরুখ খানকে শেখাতে পারে না।" তবে অনেকেই আরিয়ানের পরিচালনায় পেশাদারিত্ব দেখে প্রশংসা করেছেন, বলেন "পরিচালকরা এমনই হয়ে থাকেন – দৃঢ়, স্পষ্ট ও নিবেদিত।" আরিয়ান খানের পর এবার শাহরুখ খান মনোযোগ দিচ্ছেন তার কন্যা সুহানা খানের ক্যারিয়ার গড়ায়। বাবা-মেয়ের জুটি শিগগিরই পর্দায় দেখা যাবে আসন্ন ছবি ‘কিং’-এ। বর্তমানে চলছে এই ছবির শুটিং।

‎শুধু রুপালি পর্দায় নয়, পর্দার পেছনেও বাবা-ছেলের এমন দৃঢ় ও সৃজনশীল সহযোগিতা বলিউডে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল, যা অনুপ্রেরণা হয়ে থাকবে বহু অনুরাগীর কাছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top