সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদের জন্মদিন আজ
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৩:৪৬

আজ বাংলা সঙ্গীতের এক আধুনিক ধারার অগ্রদূত, জনপ্রিয় সুরকার, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ-এর জন্মদিন। বাংলা লোকগীতিতে ইলেকট্রনিক ও টেকনো বিটের যুগান্তকারী সংমিশ্রণ ঘটিয়ে দেশের সঙ্গীত অঙ্গনে নতুন এক ধারা তৈরি করেছেন তিনি।
হাবিব ওয়াহিদ প্রখ্যাত পপ শিল্পী ফেরদৌস ওয়াহিদ-এর সন্তান। ঢাকাতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল গভীর আকর্ষণ। বাবার গান হারমোনিয়াম ও কিবোর্ডে তোলার মাধ্যমে তাঁর সঙ্গীত চর্চার সূচনা ঘটে।
উচ্চতর সঙ্গীত শিক্ষার উদ্দেশ্যে তিনি লন্ডনে পাড়ি জমান এবং সেখানে অডিও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। ২০০৩ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘কৃষ্ণ’ মুক্তি পায়, যা বাংলাদেশের লোকসঙ্গীতের রিমিক্স ধারাকে জনপ্রিয় করে তোলে দেশজুড়ে। এ অ্যালবামটি বাংলাদেশ ও যুক্তরাজ্য উভয় স্থানেই ব্যাপক প্রশংসা অর্জন করে।
সম্প্রতি "আমার বন্ধু মহা যাদু জানে" গানে তাঁর কণ্ঠ ও সুর আরও একবার শ্রোতাদের হৃদয় জয় করেছে। গানটির রেস এখনো কাটেনি—হাবিব যেন তাঁর সুরের যাদুতে নতুন প্রজন্মকেও মুগ্ধ করে চলেছেন প্রতিনিয়ত।
আজকের এই বিশেষ দিনে, ভক্ত-শ্রোতা ও সঙ্গীতপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় শিল্পীকে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।