বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবি নাজনীন, পূর্ণিমা,জেসিন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৫৭

সংগৃহীত

সংগীত, চলচ্চিত্র ও সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিশেষ সম্মাননা’ পাচ্ছেন দেশের তিন গুণী ব্যক্তিত্ব— সংগীতে বেবী নাজনীন, চলচ্চিত্রে পূর্ণিমা ও সাংবাদিকতায় কাজী জেসিন।

‎সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট’স ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত ২৪তম পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০২৪-এ তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

‎সিজেএফবি’র সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের হল অব ফেম-এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হবে।

‎অনুষ্ঠানে সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগে ২০২৪ সালের সেরা পারফরম্যান্সের জন্য নির্বাচিত শিল্পীদেরও পুরস্কৃত করা হবে। এ ছাড়া পুরো আয়োজনজুড়ে থাকছে জনপ্রিয় তারকাদের জমকালো লাইভ পারফরম্যান্স।

‎১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সিজেএফবি দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সংস্কৃতি বিষয়ক সাংবাদিকদের নিয়ে গঠিত একটি সংগঠন। দীর্ঘদিন ধরেই তারা নিয়মিতভাবে মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

‎এই আয়োজন দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখা শিল্পী ও সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top