বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

মাহিয়া মাহি 'অন্তর্যামী' নিয়ে ফিরছেন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৭:০৬

সংগৃহীত

প্রকাশিত হয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এবং জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত নতুন চলচ্চিত্র ‘অন্তর্যামী’র থিমেটিক পোস্টার। সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটি হতে যাচ্ছে একটি সার্ভাইভাল থ্রিলার ও লেডি অ্যাকশন ঘরানার গল্পনির্ভর চলচ্চিত্র।

‎পোস্টারে রহস্যময় ও রুদ্ধশ্বাস পরিবেশে মাহিয়া মাহির উপস্থিতি চোখে পড়ে, যা সিনেমার থ্রিলিং এবং অ্যাকশনধর্মী আবহকে ইঙ্গিত করে। ভিন্ন ধাঁচের গল্প এবং চিত্রনাট্যে নির্মিত ‘অন্তর্যামী’ নিয়ে দর্শকদের আগ্রহ ইতোমধ্যে বাড়তে শুরু করেছে।

‎জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের কোনো এক ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অন্তর্যামী’। ঈদ কেন্দ্রিক বড় বাজেটের এ সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top