আরিফিন শুভর 'নীলচক্র' এবার উত্তর আমেরিকায়
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ২২:০৭

দেশে প্রত্যাশিত সাড়া না পেলেও এবার উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে নতুন সম্ভাবনার দ্বার খুলছে মিঠু খান পরিচালিত সিনেমা ‘নীলচক্র’। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত এই বৈজ্ঞানিক থ্রিলারধর্মী ছবিটি আগামী ১৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক শহরে প্রদর্শিত হবে।
গত কোরবানির ঈদে বাংলাদেশে মুক্তি পায় ‘নীলচক্র’। তবে দেশের বাজারে তেমন সাড়া ফেলতে না পারলেও, প্রবাসী দর্শকদের আগ্রহে আন্তর্জাতিক বাজারে সিনেমাটি নতুন আশার আলো দেখছে।
আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস, যারা জানিয়েছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ২৪টি শহরে মুক্তি পেতে যাচ্ছে ‘নীলচক্র’। এর মধ্যে রয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সানফ্রান্সিসকোসহ আরও গুরুত্বপূর্ণ শহর। একইসাথে কানাডার বিভিন্ন শহরেও ছবিটি প্রদর্শিত হবে।
বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানান, “আমরা লাস ভেগাসে ছবিটির প্রিভিউ করার পরই সিদ্ধান্ত নিই এটি উত্তর আমেরিকায় মুক্তি দেওয়ার। মন্দিরা চক্রবর্তী আমার মতে নেক্সট সুপারস্টার। গল্পটিও আলাদা ধরনের—দর্শকদের মুগ্ধ করবে বলেই বিশ্বাস।”
‘নীলচক্র’-এর গল্প আধুনিক প্রযুক্তির প্রভাব ও মানবিক সংকটকে ঘিরে। চিত্রনাট্য লিখেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা। পরিচালনা করেছেন মিঠু খান এবং প্রযোজনা করেছেন এনায়েত আকবর।
ছবির অফিসিয়াল প্রিমিয়ার অনুষ্ঠিত হবে নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে, ১৭ অক্টোবর।
অভিনয়ে রয়েছেন—আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।