'ওজন মাঝে মাঝে বাড়ে বা কমে'
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৫:৩৪

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের চেহারা ও সৌন্দর্য নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন। সৌন্দর্য ধরে রাখতে কোনো ধরনের সার্জারি করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী স্পষ্টভাবে বলেন, "ভগবান আমাকে যেভাবে তৈরি করেছেন, আমি সেইভাবেই আছি।"
অভিনেত্রী জানান, তাঁর ওজন মাঝে মাঝে বাড়ে বা কমে, তবে মুখের গঠন একেবারেই বদলায়নি। শ্রাবন্তীর কথায়, "আমি সার্জারি করিনি এখন অবধি, তাই একই আছি।"
সৌন্দর্য বৃদ্ধির জন্য বোটক্স নেওয়া নিয়েও প্রশ্ন করা হলে শ্রাবন্তী অকপটে জানান, ইনজেকশনের প্রতি তাঁর বেশ ভয় রয়েছে। তবে ভবিষ্যতে এই পদ্ধতি প্রয়োগ করার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেননি তিনি। তাঁর ভাষায়, "খুব ভয় লাগে ইনজেকশন, ফিউচারে দেখবো একবার ট্রাই করে, কিন্তু এখন অব্দি করিনি।"
বর্তমানে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় রয়েছেন শ্রাবন্তী। তার এই খোলামেলা বক্তব্য দ্রুতই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ভক্ত ও অনুরাগীদের মধ্যে চলছে জোর আলোচনা।
শ্রাবন্তীর এমন স্বচ্ছ ও সাহসী মন্তব্য আরও একবার প্রমাণ করলো, তিনি শুধু অভিনয়ে নয়, নিজের চিন্তাভাবনা প্রকাশেও বেশ স্পষ্টভাষী।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।