রিপন মিয়া আমাকে অনেক ভালোবাসে: স্ত্রী চম্পা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:১১

সংগৃহীত

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে শুরু হওয়া বিতর্কের মধ্যেও তার পাশে রয়েছেন স্ত্রী চম্পা। এক টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপে তিনি বলেন, “রিপন মিয়া আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। আমরা সুখেই আছি, মানুষের কথা কানে নেই না।”

‎মঙ্গলবার এক টিভি প্রতিবেদনে রিপনের বিরুদ্ধে মা-বাবার খোঁজ না রাখা এবং স্ত্রী-সন্তানকে অস্বীকার করার অভিযোগ আনা হয়। পরে ঢাকায় হাজির হন রিপন মিয়া, সঙ্গে ছিলেন তার মা, স্ত্রী ও দুই সন্তান।

‎বিষয়টি নিয়ে রিপন মিয়া জানান, পুরনো এক ভিডিওর প্রসঙ্গ টেনে সাংবাদিকরা বারবার প্রশ্ন করায় তিনি বিরক্ত হয়ে বলেছিলেন, “আমি বিয়ে করিনি।” তিনি বলেন, “কে জানত, এত বড় ঝড় উঠবে!”

‎রিপনের স্ত্রী চম্পা দাবি করেন, অনুমতি ছাড়াই সাংবাদিকরা তাদের বাসায় ঢুকে বিভ্রান্তিকর প্রশ্ন করে। তবে অনেকেই তার এই বক্তব্যকে ‘শেখানো’ বলে মন্তব্য করছেন।

‎রিপনের মা ফাতেমা বেগম প্রথমে অভিযোগ করলেও পরে জানান, প্রতিবেশীদের প্ররোচনায় বিভ্রান্ত হয়েছিলেন। তিনি বলেন, “ভাবছিলাম সাংবাদিকরা সাহায্য করতে আসছে, বুঝি নাই তারা বিপদে ফেলবে। লোভে পড়ে ছেলেরে কষ্ট দিছি।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top