নতুন চরিত্রে আহান পান্ডে

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৩৪

সংগৃহীত

প্রথম ছবিতেই বাজিমাত করেছেন আহান পাণ্ডে। বড় চুল, হাতে গিটার আর সংবেদনশীল চরিত্রে ‘কৃষ কাপুর’ রূপে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করে দর্শকমহলে জায়গা করে নিয়েছেন এই তরুণ অভিনেতা। চলতি বছরের অন্যতম হিট ছবি ‘সাইয়ারা’ তাঁকে এনে দিয়েছে প্রবল জনপ্রিয়তা। তবে সেই সাফল্যকে পেছনে ফেলে আরও এগিয়ে যেতে প্রস্তুত ২৭ বছর বয়সী আহান।

‎সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি নতুন লুকের ছবি শেয়ার করেছেন অভিনেতা। ছোট করে কাটা চুল, হালকা দাড়ি আর লেদার জ্যাকেটে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘এটা একটা কাট।’ আর এই ছবিই যেন জানান দিচ্ছে—'কৃষ কাপুর'-এর আবেগী চরিত্রকে ছেড়ে এবার একেবারে কঠিন, অ্যাকশনধর্মী অবতারে ফিরছেন আহান। 

‎ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আহান পাণ্ডে এবার চুক্তিবদ্ধ হয়েছেন যশরাজ ফিল্মসের সঙ্গে। তাকে দেখা যাবে জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর-এর পরবর্তী ছবিতে। মূলত গুপ্তচরভিত্তিক অ্যাকশন ছবি নির্মাণের জন্য খ্যাত এই পরিচালক এর আগেও সালমান খানকে নিয়ে তৈরি করেছেন ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির মতো সফল ছবি। তাই জোর জল্পনা, নতুন ছবিতেও থাকবে থ্রিলার ও অ্যাকশনের জোরালো মিশেল।

‎এই নতুন প্রজেক্টে আহানের বিপরীতে থাকছেন অভিনেত্রী শর্বরী ওয়াগ। তাঁদের নতুন জুটি কেমন রসায়ন দেখাবে পর্দায়, তা নিয়েই এখন উত্তেজনা তুঙ্গে। শুটিং শুরু হবে আগামী বছর থেকে।

‎‎‘সাইয়ারা’ ছবিতে অনীত পাড্ডের সঙ্গে আহানের রোম্যান্টিক জুটি দর্শকের মন কেড়েছিল। এবার শর্বরী ও আহানের জুটি কতটা সফল হয়, সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা। তবে আপাতত বলা যায়, বলিউডে নিজের জায়গা পাকা করতে প্রস্তুত আহান পাণ্ডে—নতুন রূপে, নতুন অধ্যায়ে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top