এইচএসসি রেজাল্ট দেখে শিহরিত কেয়া পায়েল
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৭:১০

আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।
ফলাফলে দেখা যায়, এ বছর মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তবে উদ্বেগজনক দিক হলো—দেশের ২০২টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস কলেজের সংখ্যা ছিল ৬৫টি। ফলে এক বছরের ব্যবধানে শূন্য পাস কলেজ বেড়েছে ১৩৭টি।
এই পরিসংখ্যান দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। তাদেরই একজন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ফলাফল প্রকাশের পর নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, “এইবারের এইচএসসির রেজাল্ট দেখে আমি শিহরিত।”
উল্লেখ্য, কেয়া পায়েল বর্তমান সময়ের নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখদের একজন। শুরুতে প্রচুর নাটকে অভিনয় করলেও এখন বেছে বেছে কাজ করছেন। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘আমাদের গল্প’-এর শুটিং নিয়ে। ইতোমধ্যেই নাটকটির শুটিং শুরু হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।