সমস্ত হালাল ইনকামে বরকত আছে: সানাই মাহবুব

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৭:৩৬

সংগৃহীত

এক সময়ের আলোচিত মডেল ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সানাই মাহবুব আজ সম্পূর্ণ ভিন্ন এক জীবনযাপন করছেন। গ্ল্যামার দুনিয়া থেকে বিদায় নিয়ে এখন তিনি কর্পোরেট ও কসমেটিকস ব্যবসার সঙ্গে যুক্ত। সানাই জানালেন, মিডিয়ার চাকচিক্যময় জীবন থেকে বেরিয়ে এসে আজ তিনি সত্যিকারের বরকতের স্বাদ পাচ্ছেন।

‎সানাই বলেন, “বরকত কী, সেটা আমি হাড়ে-হাড্ডিতে টের পেয়েছি মিডিয়া ছেড়ে দেওয়ার পর। মিডিয়াতে থাকাকালীন আমার মাসিক আয় ৬-৭ লাখ টাকা ছিল। ইউটিউব, ফেসবুক কনটেন্ট ও মিউজিক ভিডিও থেকে ভালোই ইনকাম হতো। কিন্তু আমি এক টাকাও জমাতে পারিনি। হাত খরচ, পার্লার, জিম—সব মিলিয়ে মাসে ৫ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যেত।”

‎তবে সব কিছু ছেড়ে দিয়ে যখন কসমেটিকস ব্যবসা ও কর্পোরেট চাকরির দিকে মনোযোগ দেন, তখন প্রথমে আয় কম থাকলেও ধীরে ধীরে বরকতের ছোঁয়া পান তিনি। “আল্লাহর অশেষ রহমতে এখন আমি চাইলে নিজেই ১৫০০ থেকে ৩০০০ স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনতে পারি, এমনকি ঢাকায় ২-৩ বিঘা জমিও নিতে পারি,” বলেন সানাই।

‎তিনি আরও বলেন, “হ্যাঁ, সমস্ত হালাল ইনকামে বরকত আছে। হারাম ছেড়ে দিলে আল্লাহ এমনভাবে সাহায্য করেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আজ আমি ওমরাহ করতে চাই। আমি বিশ্বাস করি, ৩-৪ কোটি টাকার ফ্ল্যাট আজ যদি কিনতে পারি, ওমরাহ করে এসে ইনশাআল্লাহ ১০-১৫ কোটির ফ্ল্যাট কিনতেও পারব।”

‎হারাম উপার্জন থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে সানাই বলেন, “যারা গোপনে হারাম ইনকামে জড়িত, যেমন সুদ খাচ্ছেন বা অন্যভাবে হারাম আয় করছেন, তারা আজই ছেড়ে দিন। আল্লাহ আপনার হাত দু’টো সম্পদে ভর্তি করে দেবেন। এটা একজন গুনাহগার বান্দীর পক্ষ থেকে অনুরোধ। না, আমি কোনো হাফেজা বা আল্লাহর ওলি নই। কিন্তু আমি প্রতিনিয়ত নিজেকে শুধরে নেওয়ার চেষ্টায় আছি।”

‎এক সময়ের আলোচিত মডেল থেকে আজকের আত্মসচেতন, অনুপ্রাণিত সানাই মাহবুব যেন নিজেই প্রমাণ করছেন—হারাম ছেড়ে দিলে হালাল উপার্জনে আসে শান্তি ও বরকত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top