শুটিং সেটের ফুটেজে ক্ষুব্ধ নিলয়, বললেন 'আইনী পদক্ষেপ নেওয়া উচিত'

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:৫৬

সংগৃহীত

নাটক বা সিনেমার শুটিং চলাকালীন সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং সেটের 'বিহাইন্ড দ্য সিন' (BTS) ফুটেজ বা ছবি প্রকাশ করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। তিনি বিষয়টিকে অশোভন ও অনৈতিক উল্লেখ করে এ ধরনের কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

‎বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে নিলয় লেখেন,

‎“নাটকের প্রযোজক বা চ্যানেল মালিক টাকা ইনভেস্ট করে নাটক বানায়। ইউটিউব, ফেসবুক, টিভি, ব্র্যান্ডিং থেকে সেই টাকা তুলতে চেষ্টা করে। সেই নাটকের অভিনয়শিল্পী থেকে শুরু করে পরিচালক, সহকারী পরিচালক, সিনেম্যাটোগ্রাফার, প্রডাকশন টিম, লাইটম্যান, মেকআপ আর্টিস্ট, হাউজ, স্ক্রিপ্ট রাইটার, ফটোগ্রাফারসহ সবাইকে পারিশ্রমিক দিতে হয়।"

‎তিনি অভিযোগ করে বলেন,

‎‎"তবুও শুটিং চলাকালীন কিছু মানুষ সেই নাটকের BTS ফুটেজ নিজেদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে পোস্ট করে ডলার কামানোর চেষ্টা করে। জিজ্ঞেস করলে বলে, প্রমোশন করছি। এই প্রমোশন নাটকের প্রযোজকের জন্য কতটা লাভজনক, সেটা প্রযোজকই ভালো জানেন। প্রমোশন করতে হলে প্রযোজক নিজে বলবেন বা নিজস্ব চ্যানেলে তা করবেন।”

‎নিলয় আরো উল্লেখ করেন,

‎‎“এই বিষয়গুলো নিয়ন্ত্রণে আনা উচিত। প্রয়োজন হলে আইনী ব্যবস্থাও নেওয়া উচিত। কারণ এতে করে কনটেন্ট মুক্তির আগেই অনেক তথ্য প্রকাশ পেয়ে যায়, যা দর্শকের আগ্রহ নষ্ট করে দিতে পারে।”

‎অভিনেতার এই স্ট্যাটাস ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ এটিকে প্রমোশনের অংশ হিসেবে যুক্তিযুক্ত বলেও মন্তব্য করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top