শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

প্রেক্ষাগৃহে আসছে পপির সিনেমা 'ডাইরেক্ট অ্যাটাক'

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ২২:৪২

সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) দেশজুড়ে একযোগে ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত এই চলচ্চিত্রটি।

‎সিনেমাটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী পপি, আমিন খান, শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরজী ও সাগর সিদ্দিকীসহ আরও অনেকে।

‎পরিচালক সাদেক সিদ্দিকী জানিয়েছেন, ‘ডাইরেক্ট অ্যাটাক’ একটি সামাজিক প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত। তিনি বলেন,

‎“সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না—এই বিশ্বাস রাখি।”

‎সিনেমাটির নির্বাহী প্রযোজক সেলিম শাকিব জানান, একাধিকবার মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে এবার সব প্রস্তুতি সম্পন্ন করে সিনেমাটি সারা দেশে মুক্তি পাচ্ছে।

‎আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজিত ও পরিবেশিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পাচ্ছে যেসব উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহে:

লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), আজাদ সিনেমা, আনন্দ সিনেমা, সৈনিক ক্লাব, বিজিবি অডিটোরিয়াম, ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি),গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), রাজতীলক, চট্টগ্রামে— সিনেমা প্যালেস,রংপুরে— শাপলা টকিজ,ময়মনসিংহে— ছায়াবানী,সিলেটে— নন্দিতা সিনেমা,গাজীপুরে— বর্ষা সিনেমা (জয়দেবপুর),বগুড়ায়— সোনিয়া,কুষ্টিয়ায়— স্বপ্নীল সিনেপ্লেক্স,বরিশালে—অভিরুচি,দিনাজপুরে— মডার্ন,মানিকগঞ্জে— নবীন,ফরিদপুরে— বনলতা,মাদারীপুরে— মিলন,সৈয়দপুরে— তামান্না,মাধবদীতে— মমতা,শ্রীমঙ্গলে— ভিক্টোরিয়া,মধুপুরে— মাধবী

‎এছাড়াও— নিউ গুলশান (জিঞ্জিরা), সেনা অডিটোরিয়াম (সাভার), রাজ সিনেমা (কুলিয়ারচর)-এও সিনেমাটি প্রদর্শিত হবে।

‎দর্শকদের কাছে ফিরে আসার বার্তা নিয়ে বড় পর্দায় পপির এই প্রত্যাবর্তন সিনেমাপ্রেমীদের মাঝে সৃষ্টি করেছে বাড়তি আগ্রহ। এখন দেখার পালা— কতটা ‘আক্রমণাত্মক’ হয় এই ‘ডাইরেক্ট অ্যাটাক’।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top