আজ সুরের যাদুকর আইয়ুব বাচ্চুকে হারানো দিন
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০১

বাংলাদেশের ব্যান্ড সংগীতের অমর কিংবদন্তি, গিটার হাতে সুরের জাদু ছড়ানো শিল্পী আইয়ুব বাচ্চুর আজ সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন এই সংগীত প্রতিভা। তার মৃত্যু দেশের সংগীত অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে রয়েছে।
চট্টগ্রামে জন্ম নেওয়া এই মহান শিল্পী ১৯৬২ সালের ১৬ আগস্ট পৃথিবীর আলো দেখেন। ছোটবেলা থেকেই গানের প্রতি দুর্দান্ত ভালোবাসা নিয়ে এগিয়ে যান তিনি। সংগীতজীবনের সূচনা করেন ১৯৭৭ সালে, আর মাত্র এক বছর পরই ব্যান্ড জগতে যুক্ত হন।
১৯৮০ সালে জনপ্রিয় ব্যান্ড সোলস-এ যোগ দেন এবং ১৯৯০ সাল পর্যন্ত ছিলেন তাদের সাথে। এরপর ১৯৯১ সালে নিজের স্বপ্নের ব্যান্ড ‘লাভ রানস ব্লাইন্ড (এলআরবি)’ গঠন করেন, যার মাধ্যমে বাংলা ব্যান্ড সংগীতে নতুন ধারা যোগ করেন তিনি।
আইয়ুব বাচ্চুর কণ্ঠে জনপ্রিয় হওয়া গানগুলো আজো লাখো ভক্তের হৃদয় ছুঁয়ে যায়। ‘ফেরারি মন’, ‘হাসতে দেখো’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘চলো বদলে যাই’, ‘সুখেরই পৃথিবী’—এসব গান শুধুই গান নয়, এ যেন এক একটি অনুভব, এক একটি যন্ত্রণা ও ভালোবাসার গল্প।
তাঁর সৃষ্ট সংগীত ছিল প্রেম, দুঃখ, দ্রোহ ও বাস্তবতার মিশেলে এক অনন্য অনুভব। গিটার হাতে মঞ্চে দাঁড়িয়ে যেমন তিনি দর্শকদের মোহিত করতেন, তেমনি তার গান কাঁদাতো, হাসাতো, আন্দোলিত করতো কোটি হৃদয়।
আজ তার মৃত্যুবার্ষিকীতে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে, কনসার্টে ও ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাচ্ছেন। অনেক সংগীতপ্রেমী ও তরুণ ব্যান্ডশিল্পী তাকে অনুপ্রেরণা হিসেবে দেখেন।
আইয়ুব বাচ্চু চলে গেলেও তার সৃষ্টি, তার গান, তার সুর এখনো বেঁচে আছে প্রতিটি সঙ্গীতপ্রেমীর হৃদয়ে। সুরের এই যোদ্ধাকে বাংলাদেশ কখনো ভুলবে না।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।