আরিয়ান ক্যামেরার সামনে গম্ভীর, কিন্তু বাস্তবে 'সুইটহার্ট':ঈশিকা দে
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৪:৪৭

বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান সবসময় ক্যামেরার সামনে গম্ভীর মুখে ধরা দেন। এই নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে— তিনি কি আদৌ হাসেন না? তবে বাস্তব জীবনের আরিয়ান নাকি একেবারেই ভিন্ন মানুষ। এমনটাই দাবি করলেন ভারতীয় বাংলা ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী ঈশিকা দে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশিকা জানিয়েছেন, আরিয়ান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ কাজের অভিজ্ঞতা একেবারেই আলাদা ছিল। সিরিজটিতে ঈশিকার চরিত্র ছোট হলেও ক্লাইম্যাক্স দৃশ্যে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
পরিচালক হিসেবে আরিয়ান কেমন? এই প্রশ্নে ঈশিকার উত্তর, “ও একদম ‘সুইটহার্ট’। খুবই আন্তরিক ও মাটির মানুষ। সেটে একটুও অহঙ্কার দেখিনি।শাহরুখ খানের ছেলে হলেও, কোনও আলাদা মর্যাদার দাবি করেন না।”
একটি ঘটনার উল্লেখ করে ঈশিকা বলেন, “একদিন আমরা একটি ঘরে শুট করছিলাম। সেখানে মাত্র পাঁচটি চেয়ার ছিল, অথচ অভিনেতা ছিলেন দশজন। তখন আরিয়ান ঘরে ঢুকে প্রথমেই মাটিতে বসে পড়ে। এটা ওর বিনয়ী মানসিকতার পরিচয়।”
ঈশিকার মতে, ক্যামেরার সামনে আরিয়ান যতটা গম্ভীর, বাস্তবে ঠিক ততটাই হাসিখুশি, শিশুসুলভ এবং সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ। শুটিং শেষে প্রতিটি অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের আলিঙ্গন করে বিদায় জানাতেন তিনি।
প্রথমে যদিও আরিয়ানকে নিয়ে বিশেষ কোনও প্রত্যাশা ছিল না ঈশিকার। কিন্তু অডিশনে সুযোগ পাওয়ার পর থেকে পুরো অভিজ্ঞতা তার কাছে হয়ে
উঠেছে স্মরণীয়। বলিউডে একজন বহিরাগত হয়ে আরিয়ানের পরিচালনায় কাজ করাকে নিজের জন্য এক বড় প্রাপ্তি বলেই মনে করেন তিনি।
ওয়েব সিরিজটির প্রযোজনা করেছে শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। বাবার মতোই আরিয়ানও আন্তরিক, পরিশ্রমী ও বিনয়ী বলে জানিয়েছেন ঈশিকা। তার কথায়, “শাহরুখ যেমন উষ্ণভাবে সবাইকে আলিঙ্গন করেন, আরিয়ানও ঠিক তেমনই। তার মধ্যে বাবার অনেক গুণেরই প্রতিচ্ছবি দেখি।”
এই প্রথম পরিচালনায় আসলেও, বলিউডে আরিয়ানের যাত্রা ইতিমধ্যেই বেশ প্রশংসিত হচ্ছে। আর তার ব্যক্তিত্ব ও ব্যবহারে মুগ্ধ সহকর্মীরাও।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।