এক ফ্রেমে তিন খান! মিস্টারবিস্টের পোস্টে তোলপাড় বলিউড
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৬:১০

যে দৃশ্য বলিউডের কোনো পরিচালক বহু বছরেও দেখাতে পারেননি, সেটাই ঘটালেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট (জিমি ডোনাল্ডসন)। তিনি এক ফ্রেমে এনেছেন বলিউডের তিন কিংবদন্তি তারকা শাহরুখ খান, সালমান খান এবং আমির খানকে।
ছবিটি তোলা হয়েছে গত ১৬ অক্টোবর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ। মিস্টারবিস্ট তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করে বলিউডের তিন মহাতারকার পাশে হাসিমুখে পোজ দেন।
তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে মিস্টারবিস্টের সংক্ষিপ্ত ক্যাপশনটি: ‘হে ভারত, আমরা সবাই মিলে কিছু করি নাকি?’ এই বাক্যটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভক্তরা অনুমান করছেন, এটি হয়তো কোনো যৌথ আন্তর্জাতিক বা ইউটিউব প্রজেক্টের ইঙ্গিত।
দীর্ঘ তিন দশক ধরে বলিউডের শীর্ষে থাকা এই তিন তারকাকে একসঙ্গে দেখা সত্যিই বিরল। মিস্টারবিস্টের এই একটি ছবি যেন ডিজিটাল যুগে ভারতীয় সিনেমা এবং বৈশ্বিক বিনোদনের এক নতুন সম্ভাব্য সংযোগের প্রতীক হয়ে উঠেছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো প্রজেক্ট এখনো ঘোষিত হয়নি, ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।