লন্ডন বইমেলায় গাইবেন সাবিনা ইয়াসমিন
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৪:৩৩

আজ (১৯ অক্টোবর) পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ারে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৬তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব। এ উৎসব পরিণত হয় এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায়, যেখানে যুক্তরাজ্যের প্রবাসী বাঙালিরা বই, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে একত্রিত হন।
উৎসবের বিশেষ আকর্ষণ ছিলেন বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘদিন পর লন্ডনের মঞ্চে গানে গানে দর্শক-শ্রোতাদের মন জয় করেন তিনি। তাঁর সঙ্গে সঙ্গত করেন বাংলাদেশের খ্যাতিমান তবলাশিল্পী চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল। পাশাপাশি অংশ নেন লন্ডনের স্থানীয় মিউজিশিয়ানরাও।
বাংলাদেশের পাশাপাশি কলকাতা থেকেও উৎসবে অংশ নিয়েছেন বিশিষ্ট শিল্পী ও সাহিত্যিকরা। গানের পরিবেশনায় সাবিনা ইয়াসমিনের সঙ্গে একই মঞ্চ ভাগাভাগি করেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।
উৎসবের প্রধান সমন্বয়ক ও উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা জানান, “লন্ডনের প্রবাসী বাঙালিদের কাছে এই আয়োজন এক মিলনমেলা। সাবিনা ইয়াসমিনের মতো একজন কিংবদন্তির অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গর্বের।”
১২ অক্টোবর লন্ডনে পৌঁছানো সাবিনা ইয়াসমিন বলেন, “এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ। বহুবার লন্ডনে গান করেছি, তবে এবারের অনুভূতি একেবারেই আলাদা—এ যেন নিজের মানুষদের মাঝে ফিরে আসা।” তিনি আরও বলেন, “বাংলা গান আমার শ্বাস, আমার জীবন। পৃথিবীর যেখানেই যাই, বাঙালি শ্রোতার মুখে হাসি দেখলে মনে হয়, আমার গান আজও বেঁচে আছে।”
উল্লেখ্য, উৎসবের সাংস্কৃতিক আয়োজন শুরু হয় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। দর্শক-শ্রোতাদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক আবেগঘন পরিবেশে।
তিন প্রজন্মের শ্রোতাপ্রিয় এই শিল্পীর অংশগ্রহণ নিঃসন্দেহে আজকের লন্ডন বাংলা বইমেলাকে দিয়েছে এক অনন্য মাত্রা। প্রবাসী বাঙালির হৃদয়ে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে বই, সংগীত আর ভালোবাসার সম্মিলিত বন্ধনে।
সাবিনা ইয়াসমিন ২৫ অক্টোবর দেশে ফিরে যাবেন বলে জানা গেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।