প্রতিজ্ঞা ভাঙতে হয়, যখন ভেতরের শিল্পীটা হারিয়ে যেতে চায় না:মাহিয়া মাহি

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৬:১৫

সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি আবারও বড় পর্দায় ফিরছেন। রাজনীতি, মাতৃত্ব ও ব্যক্তিজীবনের নানা বাঁক পেরিয়ে এবার তিনি হাজির হচ্ছেন নতুন রূপে, নতুন গল্পে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হতে যাচ্ছে মাহিকে নিয়ে নতুন সিনেমা ‘অন্তর্যামী’, যার পরিচালনায় রয়েছেন সৈকত নাসির।

‎সম্প্রতি মাহি নিজের ফেসবুক পেজ ও আইডিতে সিনেমাটির পোস্টার শেয়ার করে ফিরবার ঘোষণা দিয়েছেন। সেখানে তিনি লেখেন, “প্রতিজ্ঞা ভাঙতে হয়, যখন ভেতরের শিল্পীটা হারিয়ে যেতে চায় না। আমি ফিরছি, নিজের জন্য, সিনেমার জন্য।”

‎২০২৪ সালের জানুয়ারির জাতীয় নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহি। সে সময় রাজনীতির মাঠে সক্রিয় হয়ে ঘোষণা দিয়েছিলেন, তিনি আর সিনেমায় ফিরবেন না, এখন থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। কিন্তু মাত্র দেড় বছরেই বদলে গেছে সেই দৃশ্যপট।

‎মাহির এমন প্রত্যাবর্তন নিয়ে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, এটি হতে পারে তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের সূচনা। আবার কেউ কেউ এটিকে দেখছেন নির্বাচনী ব্যর্থতার পর নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করার একটি প্রয়াস হিসেবে। তবে সমালোচকরা একমত, ‘অন্তর্যামী’ যদি গল্প ও চরিত্রের দিক থেকে শক্তিশালী হয়, তবে এটি হতে পারে ঢালিউডে নারীকেন্দ্রিক সিনেমার জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।

‎অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক সচেতনতাও যাঁর পরিচয়ে যুক্ত হয়েছে, সেই মাহিয়া মাহির এই ফিরে আসা দর্শক ও ভক্তদের কাছে নিঃসন্দেহে এক বড় চমক। এখন দেখার পালা, ‘অন্তর্যামী’ সিনেমার মাধ্যমে তিনি নিজেকে কতটা নতুনভাবে উপস্থাপন করতে পারেন ঢালিউডে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top