সুইমিংপুলে সাহসী লুকে সুনেরাহ
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৬:২০

বর্তমান সময়ের তরুণ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই তারকা প্রায়ই নিজের জীবনের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন ভক্তদের সঙ্গে। এবার ইনস্টাগ্রামে পোস্ট করা কিছু ছবি ঘিরেই হইচই পড়ে গেছে নেটদুনিয়ায়।
সম্প্রতি একাধিক ছবি প্রকাশ করেছেন সুনেরাহ, যেখানে তাকে দেখা গেছে খোলামেলা ও সাহসী লুকে। গোলাপি রঙের বিকিনিতে সুইমিংপুলে তোলা ছবিগুলো দেখে মুগ্ধতা ও চমক—দুটিই প্রকাশ করছেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করছেন, 'এখন তো দেখছি সুইমিংপুলেও আগুন লেগেছে!' কমেন্ট বক্স ভরে গেছে আগুন, হার্ট ও চমকের ইমোজিতে।
ছবির ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘সূর্যের উষ্ণতা উপভোগ করছি।’ তার এই সাহসী রূপ আগেও দেখা গেছে ভক্তদের সামনে, তবে প্রতিবারই যেন নতুন করে আলোচনার জন্ম দেন তিনি।
চলতি বছর বেশ ব্যস্ত সময় পার করেছেন সুনেরাহ। ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ ও ‘উৎসব’ সিনেমা নিয়ে যেমন আলোচনায় ছিলেন, তেমনি মডেলিংয়েও তার উপস্থিতি নজর কাড়ছে। অল্প সময়েই তার স্টারডম বাড়ছে দ্রুতগতিতে।
অভিনয়ের বাইরে ফ্যাশন ও ব্যক্তিগত স্টাইল স্টেটমেন্ট দিয়েও প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। সাহসী, আত্মবিশ্বাসী ও ভিন্নমাত্রার উপস্থিতি দিয়ে শোবিজে নিজের জায়গা আরও পাকাপোক্ত করছেন সুনেরাহ বিনতে কামাল।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।