ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী সামান্থা এগার আর নেই
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৭:৪৬

বিশ্বখ্যাত ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী সামান্থা এগার আর নেই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে বুধবার (১৬ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
সামান্থার মেয়ে, অভিনেত্রী জেনা স্টার্ন সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টারকে জানান, তার মা গত পাঁচ বছর ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শেষ সময়টা পরিবারকে পাশে পেয়েই পার করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেনা লেখেন, ‘আমার মা মারা গেছেন। শেষ মুহূর্তে তার পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। আমিও ছিলাম। এটা ছিল আমাদের জন্য সৌভাগ্যের।’
১৯৩৯ সালের ৫ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন সামান্থা এগার। অভিনয়জীবন শুরু করেন শেক্সপিয়ারের মঞ্চনাটকের মাধ্যমে। তবে ১৯৬৫ সালে উইলিয়াম ওয়াইলার পরিচালিত থ্রিলার ‘দ্য কালেক্টর’-এ অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এই চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব ও কান চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। একইসঙ্গে তিনি অস্কারের জন্যও মনোনয়ন পান।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য ওয়াকিং স্টিক’, ‘গেস হু’স কামিং টু ডিনার’, ‘গুডবাই মিস্টার চিপস’ ও ‘দ্য ডেড আর অ্যালাইভ’। ছোট পর্দাতেও তিনি ছিলেন সরব। তাকে সর্বশেষ দেখা যায় ২০০৯ সালে ‘মেন্টাল’ ধারাবাহিকের প্রথম মৌসুমে।
ব্যক্তিগত জীবনে ১৯৬৪ সালে অভিনেতা টম স্টার্নকে বিয়ে করেন সামান্থা। এই দম্পতির দুই সন্তান — প্রযোজক নিকোলাস স্টার্ন এবং অভিনেত্রী জেনা স্টার্ন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।