পুত্রসন্তানের মা হলেন পরিণীতি চোপড়া
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৯:২৬

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী, আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা, অবশেষে তাদের জীবনের অন্যতম আনন্দঘন মুহূর্তে পৌঁছেছেন। ১৯ অক্টোবর (২০২৫), দিল্লির একটি বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে তাদের প্রথম সন্তান—একটি পুত্রসন্তান। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।
সন্তানের জন্মের পরই এক যৌথ বিবৃতিতে পরিণীতি ও রাঘব সামাজিক যোগাযোগমাধ্যমে এই খুশির খবরটি শেয়ার করেছেন। তারা লিখেছেন, “অবশেষে এসে গিয়েছে—আমাদের পুত্রসন্তান!”
সূত্রে জানা গেছে, আজ সকালেই পরিণীতিকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং দুপুর গড়াতেই
খুশির সংবাদটি প্রকাশ করেন এই দম্পতি। আপাতত পরিণীতি দিল্লিতেই অবস্থান করবেন, যেখানে রাঘব চাড্ডার কর্মস্থলও অবস্থিত।
প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে প্রথম সন্তানের আগমনের ঘোষণা দেন পরিণীতি ও রাঘব। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ে করেন তারা। বিয়ের পর থেকেই অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন পরিণীতি।
নবজাতকের আগমনে বলিউডে এবং রাজনৈতিক অঙ্গনে খুশির আমেজ বইছে। শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।