সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

'আমি আপনার ছবিতে অভিনয় করতেও চাই':রনবীর সিং

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৩:০৬

সংগৃহীত

বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের দক্ষিণী সিনেমার প্রতি ভালোবাসা নতুন নয়। বহুবারই তিনি প্রকাশ্যে জানিয়েছেন, দক্ষিণী নির্মাণশৈলী এবং অভিনেতা-অভিনেত্রীদের প্রতি তার আলাদা টান রয়েছে। এবার আবারও এক অনুষ্ঠানে তিনি খুলে বললেন পরিচালক অ্যাটলিকে নিয়ে নিজের উচ্ছ্বাস।

‎রণবীর জানান, তামিল ছবি ‘মার্শাল’ মুক্তির পর থেকেই তিনি অ্যাটলির নির্মাণে মুগ্ধ। এমনকি সেই সময়ই তিনি অ্যাটলিকে জানিয়েছিলেন, "আমি আপনার সিনেমা ভীষণ ভালোবাসি। আপনার মুম্বাইতে এসে ছবি বানানো উচিত। আমি আপনার ছবিতে অভিনয় করতেও চাই।"

‎এই পরিচালক-অভিনেতার বন্ধুত্ব এখন অনেকটাই গভীর। বর্তমানে রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন অ্যাটলির পরিচালনায় একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় কাজ করছেন। সেই সূত্র ধরেই শুটিং সেটে হাজির হন রণবীর। আর সেখানেই তিনি প্রত্যক্ষ করেন অ্যাটলির নির্মাণশৈলী।

‎রণবীর বলেন, "আমি যখন দীপিকার সঙ্গে দেখা করতে গিয়েছি, তখন তার নতুন ছবির সেটে গিয়ে বুঝেছি—অ্যাটলি অন্য মাপের কিছু একটা তৈরি করছেন। তিনি যা বানাচ্ছেন, তা এই দেশে আগে কেউ কখনো বানায়নি। আক্ষরিক অর্থে তিনি হলেন মশালা ছবির রাজা।"

‎যদিও আপাতত পূর্ণদৈর্ঘ্য ছবিতে নয়, অ্যাটলির পরিচালিত একটি বিজ্ঞাপনী ছবিতে দেখা যাবে রণবীর সিংকে। আরও চমকপ্রদ খবর হলো, এই বিজ্ঞাপনে রণবীর স্ক্রিন শেয়ার করবেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা এবং বলিউডের ববি দেওলের সঙ্গে।

‎জানা গেছে, এই বিজ্ঞাপনটির বাজেট প্রায় ১৫০ কোটি টাকা, যা সাধারণ বিজ্ঞাপনের তুলনায় বহু গুণ বেশি। ফলে নির্মাণের দিক থেকেও এটি হবে একেবারে গ্র্যান্ড স্কেল। সেট, ভিএফএক্স, ক্যামেরার কাজ—সব দিকেই থাকছে বলিউডি ব্লকবাস্টারের ছাপ।

‎রণবীর-শ্রীলীলা-ববি দেওলের এই ত্র্যহস্পর্শে তৈরি অ্যাটলির এই প্রজেক্ট ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top