সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

‘কোথায় হারালো বাংলার সেই যাত্রাপালা?’

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৫:৫৬

সংগৃহীত

এক সময় শীতকালে গ্রামবাংলার আকাশ মুখরিত হতো যাত্রাপালার মাইকের ডাকডাকিতে, ঢোলের তালে তালে গ্রামীণ জনপদে বেজে উঠত প্রাণের স্পন্দন। মঞ্চে জীবন্ত হয়ে উঠত বাংলার মাটি, ইতিহাস, আর পৌরাণিক গল্পকথা। তবে সময়ের পরিবর্তনে বিলুপ্তির পথে সেই ঐতিহ্যবাহী যাত্রাশিল্প। এই হারিয়ে যাওয়া সংস্কৃতির জন্য আফসোস প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

‎সম্প্রতি এক ভিডিও পোস্টে চমক তুলে ধরেছেন তার হৃদয়ের গভীরে গাঁথা যাত্রাপালার স্মৃতি ও অনুভব। ক্যাপশনে প্রশ্ন ছুড়ে দিয়েছেন— “কোথায় হারালো বাংলার সেই যাত্রাপালা?”

‎চমক লিখেছেন, “যে মঞ্চে একসময় গমগম করতো ঢোলের শব্দ, আমাদের মাটির গল্প, আমাদের পূর্বপুরুষের হাসি-কান্না, আমাদের শেকড়—সব একে একে হারিয়ে যাচ্ছে সস্তা বিনোদনের আড়ালে।”

‎তার মতে, যাত্রাপালা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি ছিল বাঙালির আত্মার অভিব্যক্তি, লোকসংস্কৃতির বাস্তব রূপ। তিনি আরও বলেন, “এই যাত্রাপালা শুধু নাটক না, এটা ছিল বাঙালির লোকসংস্কৃতি, লোকবিশ্বাস, লোকআত্মা। যেখানে অভিনেতা আর দর্শকের মাঝে কোনো পর্দা ছিল না, ছিল শুধু মাটির গন্ধ আর প্রাণের সংযোগ।”

‎উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। ২০২০ সালে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক ও সিরিজের মধ্যে রয়েছে— ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top